Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

’’গ্রাম্য আদালতের সালিশি রায়নামা’’

 

 গ্রাম আদালত মামলা নং - ০১/২০১২-২০১৩ ,                তারিখ - ০৮/১১/২০১২ ইং।

 

বাদীঃ- মোঃ খোরশেদ আলম বাবু  পিতা - মোঃ আবদুল মালেক সাং - বারঘোনিয়া কয়লার ডিপু , ডাকঘর : চন্দ্রঘোনা , থানা : কাপ্তাই,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 

বিবাদীঃ- মোঃ হারম্নন রশিদ (জুয়েল) প্রযত্নে : শাওন ডিজিটাল ষ্টুডিও সাং - বড়ইছড়ি সদর, ডাকঘর : বড়ইছড়ি , থানা : কাপ্তাই,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 

প্রথম পক্ষ মোঃ খোরশেদ আলম তাহার নিকট হতে বিবাদীর নেয়া একটি বি.সি.এম মেশিন ফেরৎ পাওয়ার জন্য অত্র ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে একখানা মামলা রম্নজু করেন। মামলার ধার্য তারিখে উভয পক্ষ যথাসময়ে হাজির হন। উভয় পক্ষের মৌখিক জবানবন্দি নেয়া হয়।

 

১। বিবাদী জানান যে, বাদীর নিকট হইতে যেই মেশিনটি ব্যবসায়িক কারনে আনা হয় উক্ত মেশিনটি ও তাহার একটি পুরাতন ল্যাপটপ সহ দোকান হতে চুরি হয়ে যায়। অনেক তলস্নাশির পরও ল্যাপটপ ও মেশিনটির খোজ পাওয়া যায় নাই।

 অত:পর উভয় পক্ষের সম্মতিক্রমে মামলাটি নিস্পত্তির জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি নিমণরম্নপ -

 

১। অংলাচিং মারমা - চেয়ারম্যান, ৫নং ওয়াগ্গা ইউনিযন পরিষদ

২। চান কুমার তনচংগ্যা - সদস্য ১নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

৩। অমল কামিত্ম দে - সদস্য ৮নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

৪। মোঃ মাহাবুব আলম - সদস্য ৯নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

৫। আপাই মারমা - সদস্য ৭নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

 

উপরোক্ত কমিটি গত ৩/১২/২০১২ ইং তারিখে তদমত্ম কাজ সম্পন্ন করেন। তদমত্ম প্রতিবেদনে জানা যায় যে, বিবাদীর দোকান চুরি হওয়ার ঘটনা সত্য বলে মনে হয় নাই। কেননা বিবাদীর মৌখিক জবানবন্দি মোতাবেক দোকানে থাকা নতুন ল্যাপটপটি ও আনুষাংগীক জিনিসপত্র চুরি হয় নাই। দোকান হতে বাদীর নিকট হতে বিবাদীর আনা মেশিন ও বিবাদীর নিজের একটি পুরাতন ল্যাপটব চুরি হয়ে যায়। ঘটনা সাজানো বলে প্রতিয়মান হয়। বিবাদী দোকান চুরি হওয়ার কয়েকদিন পূর্বে বাদীর মেশিন কেনার জন্য প্রসত্মাব দিলে বাদী উহা গ্রহন না করার প্রমানও পাওয়া যায়।

                                                                চলমান পাতা - ২


পাতা - ২

 

অদ্য ২৪/১০/২০১৩ ইং মামলার রাযের ধার্য তারিখ। বাদী ও বিবাদী গ্রাম আদালতে উপস্থিত। বাদী ,বিবাদীর জবানবন্দি ও তদমত্ম কমিটির তদমত্ম প্রতিবেদনের উপর ভিত্তি করে অত্র রায় প্রদান করা গেল।

রায়

 

বিবাদীর দোকান হতে চুরি হওয়া বাদীর মেশিনটির দাম আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার)  টাকা নির্ধারন করা হয়। উক্ত চুরি হওয়া মেশিনটি চুরি হওয়ার কারনে মেশিনটির দাম দুই ভাগে ভাগ করলে প্রতি ভাগে ২৫,০০০/- ( পঁচিশ হাজার) টাকা হয়। তাই অত্র গ্রাম আদালত বাদীর মেশিনের দাম বাবদ নগদ ২৫,০০০/- টাকা আগামী এক মাসের মধ্যে বাদীর নিকট পরিশোধ করার জন্য বিবাদীকে নির্দ্দেশ দেয়া গেল।

 

১। অংলাচিং মারমা - চেয়ারম্যান, ৫নং ওয়াগ্গা ইউনিযন পরিষদ

২। চান কুমার তনচংগ্যা - সদস্য ১নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

৩। অমল কামিত্ম দে - সদস্য ৮নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

৪। মোঃ মাহাবুব আলম - সদস্য ৯নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

৫। আপাই মারমা - সদস্য ৭নং ওয়ার্ড, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ

 

উপরোক্ত রায় ৫ জনের সংখ্যা গরিষ্টতায় প্রদান করা গেল।