৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মাসিক সাধারন সভার কার্যবিবরনী।
মাসঃ মে/২০১৪ ইং।
তারিখঃ ২৯/০৫/২০১৪ ইং।
সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা।
স্থানঃ- ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ ।
সভাপতিঃ জনাব অংলাচিং মারমা , চেয়ারম্যান ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ ।
উপস্থিত সদস্যবুন্দের নাম পদবী স্বাক্ষর
১। মদন মোহন তনচংগ্যা - সদস্য ২ নং ওয়ার্ড স্বাক্ষরিত
২। আপাই মার্মা - সদস্য ৭নং ওয়ার্ড স্বাক্ষরিত
৩। লাচিং মারমা - সদস্য ৬নং ওয়ার্ড স্বাক্ষরিত
৪। সুমন বিকাশ তনচংগ্যা - সদস্য ৫নং ওয়ার্ড স্বাক্ষরিত
৫। লাব্রেচাই মারমা - সদস্য ৪নং ওয়ার্ড স্বাক্ষরিত
৬। মিনুপ্রম্ন মার্মা - সদস্যা ৭-৯নং ও স্বাক্ষরিত
৭। মাহবুব আলম - সদস্য ৯নং ওয়ার্ড স্বাক্ষরিত
৮। অমল কামিত্ম দে - সদস্য ৮নং ওয়ার্ড স্বাক্ষরিত
৯। সুমিতা তনচংগ্যা - সদস্যা ১- ৩নং ওয়ার্ড স্বাক্ষরিত
১০। বসুধা তনচংগ্যা - সদস্য ৩ নং ওয়ার্ড স্বাক্ষরিত
১১। শিখারানী তনচংগ্যা - সদস্যা ৪-৬ নং ওয়ার্ড স্বাক্ষরিত
১২। চানকুমার তনচংগ্যা - সদস্য ১নং ওয়ার্ড স্বাক্ষরিত
১৩। ইসামং মার্মা - প্রতিনিধি, রাঙ্গামাটি পা: জেলা পরিষদ স্বাক্ষরিত
চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্য-সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্য আরম্ভ করেন ।
১। সভায় বিগত সভার কার্যবিবরনী পর্যালোচনা পূর্বক সর্বসম্মাতিক্রমে অনুমোদন করা হয়্।
২। আইন শৃংখলাঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্যদের নিকট বর্তমান এলাকার আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে জানিতে চাহিলে উপস্থিত সকল সদস্য জানান যে, এলাকার বর্তমান আইন শৃংখলা পরিস্থিত স্বাভাবিক। এলাকার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই।
এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর কিংবা অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক চেয়ারম্যান সাহেবকে অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে সংবাদ পৌছানোর জন্য সদস্যদের প্রতি চেয়ারম্যান সাহেব আহবান জানান।
৩। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রঃ চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্যদের জানান যে,অত্র ইউনিয়ন পরিষদে জনসেবার জন্য একটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হইয়াছে। উক্ত সেবা কেন্দ্রে জনসাধারন তাদের দৈনন্দিন জীবনের ছোট-খাট সমস্যা সমাধানের জন্য সেবা গ্রহন করিতে পারিবেন। বিষয়টি এলাকায় বহুল প্রচারের জন্য সদস্যদের প্রতি চেয়ারম্যান সাহেব আহবান জানান।
৪। অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীঃ- এই প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্যদের নিকট উলেস্নখিত কর্মসূচীর অধীন অত্র ইউনিয়নে বাসত্মবায়িত প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানিতে চাহিলে উপস্থিত সদস্যগন জানান যে, গত ২৬/০৪/২০১৪ ইং তারিখ হইতে অত্র ইউনিয়নে ২য় পর্যায়ে ২টি প্রকল্পে মোট ১৮ জন শ্রমিক নিয়মিত কাজ সম্পাদন করিয়া আসিতেছে। শ্রমিকের উপস্থিতি ও কাজের গুনগত মান সমেত্মাষজনক বলিয়া সদস্যগন মতামত প্রকাশ করেন। প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করার জন্য সদস্যদের প্রতি চেয়ারম্যান সাহেব আহবান জানান।
৫। উন্নয়ন মূলক কাজ বাসত্মবায়ন প্রসঙ্গেঃ এই প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যদের জানান যে, চলতি অর্থ বৎসরে অত্র ইউনিয়নে এডিপি,কাবিখা,টিআর ও কাবিটা কর্মসূচীর অধীন বাসত্মবায়িতব্য প্রকল্পের কাজের অগ্রগতি ও গুনগত মান সম্পর্কে জানিতে চাহিলে উপস্থিত সদস্যগন উলেস্নখিত খাতওয়ারী প্রকল্পের কাজের অগ্রগতি ও গুনগত মান সমেত্মাষজনক বলিয়া মতামত ব্যক্ত করেন।
প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করার জন্য সদস্যদের প্রতি চেয়ারম্যান সাহেব আহবান জানান।
৬। ইউএনডিপি কর্তৃক প্রকল্পের কাজ বাসত্মবায়ন প্রসঙ্গেঃ এই প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে ইউপি সদস্যগন জানান যে, এমডিজি বেগবান করন পরিকল্পনার আওতায় অত্র ইউনিয়নে ইউএনডিপি কর্তৃক বরাদ্দকৃত অর্থ দ্বারা প্রকল্পের কাজ কেন বাসত্মবায়ন করা হইতেছেনা জানিতে চাহিলে চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যদের জানান যে, ইউএনডিপি প্রতিনিধিদের উপস্থিতিতে কয়েকবার সভা আহবানের মাধ্যমে সিদ্ধামত্ম গ্রহন করা হয় যে,অত্র ইউনিয়নে এমডিজি বেগবান করন পরিকল্পনার আওতায় কেন প্রকল্পের কাজ বাসত্মবায়ন হয় নাই তাহা চেয়ারম্যান সাহেব অবগত নহেন বলিয়া জানান।
এবং এও চেয়ারম্যান মহোদয় ও উপস্থিত সদস্যবৃন্দ উপস্থাপন করেন যে, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর চীফ ইম্পিস্নমেন্টশন অফিসার মিঃ রবার্ট স্টোলম্যান এর চিঠির উদ্বিৃত্তি অনুসারে পূর্বে গৃহীত প্রকল্প-সমূহ ছোট আকার ও সংখ্যায় বেশী হওয়াই, পরবর্তী ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা আহবানের মাধ্যমে বড় আকারের প্রকল্প ও সংখ্যার দিক দিয়ে কম ও জন-গুরম্নত্বপূর্ন প্রকল্প গ্রহনের জন্য, এই প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে সকল সদস্য একমত পোষন করিয়া এমডিজি বেগবান করন পরিকল্পনার আওতায় ’’মুরালী পাড়ায় জমির উপর বাঁধ নির্মান ’’ প্রকল্পটি অদ্যকার সভায় সর্বস্মতিক্রমে অনুমোদন করা হয়।
তাহারা আরও জানান যে, উক্ত বাঁধটি নির্মান করা হইলে এলাকাবাসীর প্রায় ৭০ (সত্তর) একর ধান্যজমি শুস্ক মৌসুমে চাষের আওতায় আসবে। প্রকল্পটি এলাকার জনসাধারনের জন্য অত্যমত্ম্য গুরম্নত্ব বহন করে বলিয়া তিনি মতামত ব্যক্ত করেন।
অদ্যকার সভা ইউএনডিপি কর্তৃপক্ষকে ’’মুরালী পাড়ায় জমির উপর বাঁধ নির্মান ’’ প্রকল্পটি বাসত্মবায়নের প্রয়োজনীয় অনুমোদন দানের জন্য অনুরোধ জানান।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভার কার্য সমাপ্ত ঘোষনা করেন।
স্বাক্ষরিত
২৯/০৫/২০১৪ ইং
(অংলাচিং মারমা)
চেয়ারম্যান
৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ
কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
স্মারক নং - চার - ২/ ২০১৪ / ৩৮ (০৭)। তারিখ - ১৬ /০৬/২০১৪ ইং।
অনুলিপিঃ- সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হইল -
১। মাননীয় চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,রাঙ্গামাটি।
২। মাননীয় জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
৩। মাননীয় চেয়ারম্যান,কাপ্তাই উপজেলা পরিষদ, কাপ্তাই।
৪। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই,রাঙ্গামাটি পার্বত্য জেলা।
৫। ডিস্ট্রিক্ট ম্যানেজার,ইউএনডিপি-সিএইচটিডিএফ,রাঙ্গামাটি।
৬। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, কাপ্তাই,রাঙ্গামাটি পার্বত্য জেলা।
৭। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস