Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিজিবি জুম
Location
৫নং ওয়াগ্গা ইউ.পি, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা।
Transportation
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি পাড় হয়ে ওয়াগ্গাছড়া বিজিবি জুম রেস্তোরায় নামতে হবে।
Details

বিজিবি জুম

কাপ্তাই উপজেলার বিজিবি ওয়াগ্গাছড়া জুন এই জুম রেস্তোরা এবং জুম পিকনিক স্পট নিয়ন্ত্রণ করে থাকে। ওয়াগ্গাছড়া জুম সত্যিই মনোমুগ্ধকর। একদিকে পাহাড় অন্যদিকে কর্ণফুলী নদী, নদীর ওপাড়ে ওয়াগ্গাছড়া টি এস্টেট যা এই জুমকে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এখানে নিরাপদে থাকা, খাওয়া, আনন্দ ভ্রমণ, পিকনিক পার্টি, বিবাহের আসরসহ যাবতীয় আনন্দ আয়োজন করা যায়।